বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২৩:৫৬

চাঁদপুরে করোনায় সিরিয়াল মৃত্যু, ৭ ঘণ্টায় মৃত্যু ৫ জন

নতুন শনাক্ত ১৫৮ জন

এএইচএম আহসান উল্লাহ
চাঁদপুরে করোনায় সিরিয়াল মৃত্যু, ৭ ঘণ্টায় মৃত্যু ৫ জন

চাঁদপুরে এখন করোনা রোগী সিরিয়াল ধরে মারা যাচ্ছে। ৪টা ১০ মিনিটে একজন, ৪টা ২৮ মিনিটে একজন ও ৫টায় একজন মারা যান। এর আগে দুপুর সাড়ে ১২টায় একজন এবং রাত ৭টা ৫০ মিনিটে একজন মারা যান। সাড়ে ৮ ঘণ্টায় মারা গেলেন পাঁচজন।

এই সিরিয়াল মৃত্যুর ঘটনা ২৪ জুলাই শনিবার। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া রামদাসদী গ্রামের মেহেদী হাসানের (৩৬) মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয় এই মৃত্যুর মিছিল। এরপর একে একে মারা যান ৪টা ১০ মিনিটের সময় সদর উপজেলার মৈশাদী গ্রামের মায়মুনা (৬৫), ৪টা ২৮ মিনিটে মারা যান ফরিদগঞ্জের ধানুয়া গ্রামের সাজেদা বেগম (৫৫), ৫টায় মারা যান শাহরাস্তির কালিয়াপাড়া শুয়াপাড়া গ্রামের সাজেদা বেগম (৭০) এবং রাত ৭টা ৫০ মিনিটে মারা যান মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের ফজলুল হক (৭০)।

এর মাঝখানে দুপুর আড়াইটার দিকে করোনার উপসর্গ নিয়ে মারা যান ফরিদগঞ্জের পূর্ব এখলাশপুর গ্রামের সিরাজুল ইসলাম। তাঁর নমুনার রিপোর্ট কালকে পাওয়া যাবে। এই মৃত্যুগুলো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এ যেনো মৃত্যুপুরী। একে একে এমন মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল অঙ্গন শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা জানান, এসব রোগী হাসপাতালে আসছেই খারাপ অবস্থায়। নতুন এই পাঁচ মৃত্যুসহ জেলায় মোট মৃত্যু সংখ্যা হলো ১৫৪ জন।

এদিকে আজকে চাঁদপুর জেলায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৫৯ শতাংশ। ১৫৮ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৫২, শাহরাস্তিতে ২৮, ফরিদগঞ্জে ২১, হাইমচরে ১৯, হাজীগঞ্জে ১৩, কচুয়ায় ১১, মতলব উত্তরে ৬ ও মতলব দক্ষিণে ৮ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এই ১৫ মাসে চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৭৯৫৭ জন। এর মধ্যে সদর উপজেলায়ই ৩৬১৭ জন। এদিকে মোট আক্রান্ত থেকে আজকে পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯১৫ জন, চিকিৎসাধীন আছেন ১৮৮৮ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়