শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ২২:২২

করোনা ওয়ার্ডের শয্যা বাড়ানো হচ্ছে

অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার ইউনিটে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে হাসপাতালের দ্বিতীয় তলায় ৬০ বেডের করোনা ওয়ার্ড চালু রয়েছে। সেখানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডে রোগীর সংকুলান হচ্ছে না।

কোনো রোগীকে যেন ফ্লোরে রাখতে না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ আরো ৬টি বেড বাড়িয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম।

তিনি বলেন, আপাতত করোনার আইসোলেশন ওয়ার্ডে ৭০ থেকে ৭৫ জন রোগী রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সমস্যা হলে আমরা হাসপাতালের তিন তলায় রোগী রাখার ব্যবস্থা করবো।

এছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা রাখা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা চিকিৎসা বিষয়ক আমাদের যে জেলা কমিটি রয়েছে তারা করোনা রোগীর জন্য বিকল্প আরো একটি হাসপাতালের স্থান নির্ধারণ করে রেখেছেন। এ ক্ষেত্রে শহরের যে কোনো বেসরকারি হাসপাতালকে বেছে নেয়া হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়