বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

‘সূর্যমুখীদের ৫৫ বছর’
অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ‘৫৫’ বছরের ঐতিহ্যময় মেলবন্ধনের শুভক্ষণে মেলার প্রিয় প্রাঙ্গণ মুখরিত হয়েছিল প্রজন্মের ছোট ছোট সূর্যমুখীদের কোলাহলে, সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিশুদের ও বাবা-মায়েদের উৎসবমূখর উপস্থিতি দেখে আমি শিহরিত হয়েছি বারংবার।

প্রজন্ম পরম্পরায় আমরা শিশুদের মেধা মননশীলতা ও যোগ্যতার কোঠরে স্বপ্নের বীজ বুনে যাব, সৃষ্টিশীল নাগরিকত্বের বীজ। আজকের যোগ্য প্রজন্ম দেশকে উপহার দিবে আগামীদিনের প্রশস্ত স্বপ্নিল চলার পথ। মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা সেই যোগ্য প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছে। বর্তমান প্রশস্ত পথে দাঁড়িয়ে আমরা আশাবাদী মেলার প্রগতিশীল প্রজন্ম সহস্র ‘৫৫’ বছরের সংযোজনে যুগান্তকারী পথের খোঁজে এগিয়ে যাবে। আমরা বেঁচে থাকব সেই যোগ্য প্রজন্মের ইতিহাস ও ঐতিহ্য হয়ে আমাদের অসমাপ্ত ‘তৃষা’ পূরণ করবে প্রজন্ম পরম্পরায় সূর্যমুখীরা। মেলার ‘৫৫’ বছর পূর্তি উৎসবে মেলা সম্পৃক্ত সবাই তৃপ্তির স্বাদ আস্বাদন করছি। সূর্যমুখীদের অন্তরে শুদ্ধ সংস্কৃতির বিকাশ সাধন, দেশাত্মবোধে জাগ্রত করে সভ্যতার ভিতকে সুদৃঢ় করা আমাদের অঙ্গীকার।

শিশুদের নান্দনিক চেতনাকে জাগ্রত করতে সূর্যমুখীরা নিরলস কাজ করছে ‘৫৫’ বছর যাবৎ। এই ‘৫৫’ বছরে আমাদের তৈরি হয়ে গেছে ভালবাসার সমৃদ্ধ স্মৃতিসৌধ যার নামণ্ড

০১। সূর্যমুখী শিশু পাঠাগার- ১৯৬৮খ্রিঃ

০২। কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৫খ্রিঃ

০৩। কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল- ১৯৯৯খ্রিঃ

মতলব মেলার সুশীতল ছায়াতলে শিশুদের পদচারণায় মেলার আঙ্গিনা ভরে উঠে হৃদয়ের ঝংকারে। মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সুনীল আকাশ আজ তারায় তারায় খচিত। সূর্যমুখীদের ৫৫বছরের পথচলায় যোগ্য সেনাপতি মাকসুদুল হক বাবলু ভাই। তাঁর নেতৃত্বে সৈনিক হয়ে কাজ করে যাচ্ছি...

মেলার কার্যনির্বাহী পরিষদ, স্থায়ী উপ-পরিষদ, সাধারণ পরিষদ, প্রবীণ, তরুণ, শিশু ও কর্মী পরিষদ। অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকছেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দ, মেলার শুভানুধ্যায়ী, মেলা সম্পৃক্ত অতীত ও বর্তমান সতীর্থ যাদের জন্য আমাদের অসীম কৃতজ্ঞতা।

প্রিয় সূর্যমুখীরা, আমাদের আলোর পথের অগ্রপথিক তোমরা। তোমাদের সাফল্যে আমরা প্রণোদিত হই। তোমাদের জন্য দোয়া, বেঁচে থাকো মানবিক গুণাবলি নিয়ে, দীর্ঘজীবী হও। মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার নাম বাঙালি ঐতিহ্যে স্বর্ণাক্ষরে লিখে রেখো। স্রষ্টা সকলের সহায় হোন।

অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী

সাধারণ সম্পাদক

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়