প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকল সম্প্রদায়ের মিলিত সহযোগিতার কারনেই আমাদের এই বৃহৎ ধর্মীয় উৎসব মিলন মেলায় রুপ নেয়। উৎসব হয়ে উঠে সার্বজনীন। দেবী দুর্গতিনাশিনী দুর্গা সমাজে শান্তি স্থাপনের লক্ষে অসুরকুল নিধন করেছিলেন। আমরা তার সেই মর্মবাণী উপলদ্ধি করে আমাদের মাঝে বিরাজমান আসুরিক চিন্তা চেতনা পরিহার করে সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলব। পরস্পর পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন আর দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এক সাথে কাজ করবো। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন।
-বীর মুক্তিযোদ্ধা মৃনাল সাহা, সহকারী কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর;
সভাপতি : সার্বজনীন দুর্গোৎসব শ্রী পূজারী সংঘ, মুন্সেফপাড়া, কুমিল্লা রোড, চাঁদপুর।