শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

আমি একজন ভালো লেগ স্পিনার হতে চাই : তামিম
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের আল-আমিন একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত আল-তামিম। তার বাবার নাম আলাউদ্দিন মিয়া , বর্তমানে কাতার প্রবাসী। মা স্বপ্না আক্তার গৃহিণী। তার চাচা ইমন এক বছর আগে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। এরপর করোনাকালীন বেশ কিছুদিন বন্ধ ছিলো একাডেমির অনুশীলন। একাডেমির আঁতুড়ঘর হিসেবে পরিচিত কোচ রাজনের তত্ত্বাবধানে চলছে তার অনুশীলন। এখন থেকে একাডেমির মাঠে লেগ স্পিনার অনুশীলন করে যাচ্ছেন।

শনিবার বিকেলে প্রতিবেদক তার সাথে আলাপকালে সে জানায়, আমি একজন ভালো লেগ স্পিনার হতে চাই। খেলাধুলার ক্ষেত্রে আমার প্রবাসী বাবা ও মাসহ অনেকেই আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি লেগ স্পিনারের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে অনুকরণ করি। তার খেলা আমি নিয়মিত দেখি এবং তার বল করা আমার খুব ভালো লাগে।

সে আরো বলে, আমাদের একাডেমির শামীম স্যারসহ অনেকেই আমাদেরকে খেলাধুলার ব্যাপারে উৎসাহ দেন। আমরা এখানে প্রতিদিন দুপুরের পরে চলে আসি খেলাধুলার জন্যে। আমার বয়সী অনেকেই একাডেমিতে অনুশীলন করতে আসে। আমি আপনাদের দোয়া চাই, যেনো ভালো লেগ স্পিনার বোলার হিসেবে হতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়