প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
প্রিয়জনের দেয়া আঘাতে মন ভেঙ্গে গেছে আমার,
জীবনে এমন ব্যথা পেয়েছি অনেকবার আগে-পিছে, কাঁদিনি
কখনো চোখে জল আসেনি। যেমন এবারÑ
তার নিঠুর চাহনি আমাকে করেছে আহত; এমনই।
মানুষের বেঁচে থাকার যতো অনুষঙ্গ, মূল্যবোধ আছে।
প্রিয়জন, ভালোবাসা আরো যা কিছু সে করে আশা।
হাসিমুখ, ¯স্নেহমাখা ডাক কিছুই তো নয় মিছে।
এই নিয়েই তার বিশ্বজগত, করে সুখের প্রত্যাশা।
একদিন যে ছিলো সবচেয়ে আপন আর অসম্ভব প্রিয়।
সময়ের ব্যবধানে অজানা অভিমানে আজ সে বহু দূরে থাকে।
আমিও যে ভালোবেসে একটু বাঁধতে পারিনি তাকে।
যদি পারো আমাকেও তোমার সুখের অংশী করে নিও।
প্রিয়জন দূরে চলে গেলে সবাইতো দুঃখ পায়।
জানি, আমার জীবনটাও এ নিয়মের ব্যতিক্রম নয়।