প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
অতীতকে খুঁড়ে মানুষ চিনতে চায় তার প্রত্ন সুরত। ক্রমশ,
সে দেখে নিল একদা তারাই ছিলো গুহাচর-বর্বর আর চেতনায় আদিম;
চিহ্ন সব মুছে দিতে ভাবনায় মেখে নিলো আলোর পরশ।
অতঃপর, সময়ের জট খুলে অভিরাম যায় জ্বেলে সভ্যতার পিদিম।
কতইনা বিশাল মানুষের হিম্মত! খোলা আকাশের
নিচে উচল পর্বত যতো রয়েছে গগণ করে ভেদ।
নিশ্চল-অটল দাঁড়িয়ে; সয়ে যায় আঘাত শত প্রবল বাতাসের
কিংবা ভূ-আলোড়ন, মানুষের অন্তরে তারও বেশি জেদ।
জগতের মাঝে কেউ ভেবেছে কি কোনদিন থাকতে চেতন?
হিমালয়! সেতো কবেই পদানত, ছাড়িয়ে তাকে।
মহাপাড়ে দাড়িয়ে দু হাত বাড়িয়ে বিজয়ের উড়িয়ে কেতন।
উঠিল সুদূরে যেথা দৃষ্টি হারায় পথ; জেনো চন্দ্রলোকে।
চাঁদের দৃষ্টিতে অবশেষে তাকিয়ে দেখলো সে তার,
অমর কীর্তি রেখা ধরণীর বুকে আঁকা মহাপ্রাকার!
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা