শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

স্বাধীনতার মানে
অনলাইন ডেস্ক

সংসারের বোঝা যে শিশুর কাঁধে

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি কাগজ কুড়ায়,

পঁচা-বাসি খেয়ে প্রাণটা জুড়ায়,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি ভবঘুরে,

রাত কেটে যায় কমলাপুরে,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি কোমল হাতে,

হাতুড়ি পেটায় দিনে-রাতে,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি রেস্টুরেন্টে,

খেটে মরে দিনে রাতে,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি ইটের ভাটায়,

মহাজন যারে নিত্য ঠকায়,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি পেটের দায়ে,

বন্দী হয়ে যায় চারদেয়ালে,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

যে শিশুটি পতাকা বিক্রি করে,

দু পয়সা পেয়ে যার সংসার বাঁচে,

সে কি জানে স্বাধীনতার সঠিক মানে!

এক শ্রেণির আমলা চাকর-চাটুকারে,

স্বাধীনতার সুফল ভোগে।

বাকিদের কাছে স্বাধীনতার সুফল,

চুইয়ে পড়া দু-এক ফোঁটা জল।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়