শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

দুঃখ
অনলাইন ডেস্ক

প্রভু কতটুকু দুঃখ দিবে দাও,

কতটুকু দুঃখ,

আমি তো দুঃখের সাগরেই ভাসছি

আয়নায় দেখি রোজ কান্নাভেজা হৃদয়ের জলছবি।

কতটুকু দুঃখ দিতে পারো, প্রভু দাও তুমি

জানা নেই তার সীমাধারা।

আমার ভুবনতো কেবল দুঃখ দিয়েই ঘেরা,

আসলেই আমার আর নেই কোনো পরিমাপ কোনো দুঃখে,

দুঃখবোধ ভুলে গেছি,

নিমজ্জিত তো হয়েই আছি শত দুঃখে।

সমুদ্র কি জানে, তার জলধারার পরিমাপ?

বাতাস কি বুঝে তার অবারিত গতিবিধি?

বৃক্ষরা কি খোঁজে তার শিকড়ের গভীরতা?

আকাশ কি দেখে তার সুবিশাল প্রান্তভাগ?

মৃত্তিকা কি দেখে তার লাঞ্ছনার প্রতিশোধ?

মানুষ কি পায় তার যন্ত্রণার পরিমিতি?

কতটুকু দুঃখ দিবে দাও, যতো পারো দিতে পারো

আমি মৃত্তিকার মতো, আমি আকাশের মতো,

বৃক্ষ, বাতাস, সাগরের মতো,

প্রভু আর কতটুকু দুঃখ দিবে দাও

আমি তো দুঃখে জর্জরিত, রিক্ত শূন্য।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়