প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
প্রভু কতটুকু দুঃখ দিবে দাও,
কতটুকু দুঃখ,
আমি তো দুঃখের সাগরেই ভাসছি
আয়নায় দেখি রোজ কান্নাভেজা হৃদয়ের জলছবি।
কতটুকু দুঃখ দিতে পারো, প্রভু দাও তুমি
জানা নেই তার সীমাধারা।
আমার ভুবনতো কেবল দুঃখ দিয়েই ঘেরা,
আসলেই আমার আর নেই কোনো পরিমাপ কোনো দুঃখে,
দুঃখবোধ ভুলে গেছি,
নিমজ্জিত তো হয়েই আছি শত দুঃখে।
সমুদ্র কি জানে, তার জলধারার পরিমাপ?
বাতাস কি বুঝে তার অবারিত গতিবিধি?
বৃক্ষরা কি খোঁজে তার শিকড়ের গভীরতা?
আকাশ কি দেখে তার সুবিশাল প্রান্তভাগ?
মৃত্তিকা কি দেখে তার লাঞ্ছনার প্রতিশোধ?
মানুষ কি পায় তার যন্ত্রণার পরিমিতি?
কতটুকু দুঃখ দিবে দাও, যতো পারো দিতে পারো
আমি মৃত্তিকার মতো, আমি আকাশের মতো,
বৃক্ষ, বাতাস, সাগরের মতো,
প্রভু আর কতটুকু দুঃখ দিবে দাও
আমি তো দুঃখে জর্জরিত, রিক্ত শূন্য।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা