মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক

মেঘনার রূপালি জলে ভেসে উঠে আকাশের নিবিড় মায়া,

ঢেউয়েরা ছুটে চলে অনবরত কূল সীমান্তে,

প্রকৃতির কি মনোহর দৃশ্য যা হৃদয়কে করে তুলে অসীম।

স্টিমারের এক কোণে বসে ভাবছি নিরালা,

এই ভরা যৌবনা নদীর সূচনালগ্ন জানি না কেমন!

আকাশের মেঘেরা নীরব জেগে আছে নদীর বুকে,

চেয়ে আছে দুজনায় যুগ-জন্মান্তর ধরে,

তাদের কি বিচ্ছেদ হয় না? কি অসীম মিতালী তাদের।

নদীর দু পাড়ে কাশফুলের অপরূপ সমাহর-

তারাও যেনো নদীর কল্লোলে হাওয়ার তালে ঢেউ খেলে,

বিধাতার কি অপূর্ব মহীমায় গড়া মোদের এ বাংলা।

নদীর এ ছুটে চলার মাঝে কি কোনো ক্লান্তি নেই?

জলের এই কম্পন আরো কত শতাব্দি চলবে?

এই নিবিড় প্রকৃতির রহস্য বড়ই নিদারুণ,

যুগ যুগ ধরে এ রহস্য যায়গা পাবে কবির ছন্দমালায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়