শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০

পোড় খাওয়া শহর
অনলাইন ডেস্ক

ভালোবাসি বলেই এ পোড় খাওয়া শহরে

বিলীন হবার নেশায় প্রজাপতির রঙিন পাখার ন্যায়

রূপের আদলে সঙ সেজে বসে থাকি-

ঋজু হয়ে;

চেনা রাস্তায় অচেনা মানুষের ন্যায়

ভবঘুরে জীবনে উত্তাপহীন;

বুকের জমিনে বাসা বাঁধা মাকড়সার জালে

নির্লিপ্ত আজও তাকিয়ে থাকি

এ মেঘলা রাস্তার এলেবেলে গলিতে।

এ প্রেমের শহরে বিনি সুতোর মালা

আর গাঁথা হয় না!

অভাব-অনটনে ভালোবাসা হয়েছে আজ

পরিজায়ির মতো,

এ-ঘর ও-ঘর করে, এ-শহর ও-শহর

কোথাও পায় নাকো ছায়াটুকু

বিন্দু বিন্দু নোনা রোদ, ফিকে হয়ে আর;

দেয় নাকো ধরা, খয়েরী শালিকের চোখে!

ক্রমাগত ডেকে যাওয়া হরিয়ান বিল

উজাড় হয়েছে সভ্যতার কষাঘাতে

ভালোবাসা ভালো নয়

ভালোবাসা পাপ,

এ মন্ত্রে দীক্ষিত মানবভ্রুণ

এখন শরীরকে দেয় গতি-

ভালোবাসার চেয়ে,

চোখের দ্যুতি আর মনে ধরে না

খুঁজে ফেরে অবয়ব নান্দনিক প্রেমে

দেহ পায় ঠিকানা আজ মনের চেয়ে।

ভালোবাসি বলেই আজ পথে-পথে ঘুরি

ঠিকানাহীন, প্রাণহীন দেহ-

পাড়ি দেয় দিগন্ত রেখাতে

খুঁজে খুঁজে বেওয়ারিশ জীবন-

খড়কুটোর মতো

ঠোকর খেতে খেতে;

ভালোবাসা পায় নাকো আজ

এ না পাবার শহরে...

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়