রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০

বিষাদ
অনলাইন ডেস্ক

তুমি বলেছিলে নিজেকে গুছিয়ে নিতে। বিশাল অট্টালিকায় সাজানো ফার্নিচারের মতো গুছিয়ে নিতে। যার পুরোটা জুড়ে থাকবে শুধু কৃত্রিমতার প্রাচীর। আমি আজও নিজেকে গুছিয়ে উঠতে পারিনি। মাথায় উসকোখুসকো চুল আর শরীরে মোড়ানো ঢিলেঢালা টি-শার্ট এখনো বয়ে বেড়াচ্ছি নির্দ্বিধায়। বিশ্বাস করো, এই আমিতে বিন্দুমাত্র খাদ নেই।

তুমি বলেছিলে, পায়ের তলার মাটিটা শক্ত করে নিতে। কংক্রিটের আদলে বাঁধিয়ে নিতে আমার স্ব-জমিন। আমি তা করে উঠতে পারিনি। আমার সঞ্চিত জমিনটুকু সেই আগের মতোই উর্বর রয়ে গেছে। যে উর্বরতায় ভালোবেসে গোলাপ ফোটে। বিশ্বাস করো এই মাটিতে বিন্দুমাত্র কংক্রিট নেই।

তুমি বলেছিলে, আমি বিষাদ! আমার পৃথিবীটা নাকি বিষণ্নতায় মোড়ানো এক চাদর। দেয়ালে টাঙানো পেইন্টিং এর মতো রাঙাতে বলেছিলে আমার মনের অলিগলি। সত্যি বলতে, আমার কাছে রাঙানোর মতো রঙ নেই। আমার কাছে রঙিন বলতে শুধু তুমি ছিলে। যা দিয়ে রাঙাতে চেয়েছিলাম আমার চলার পথটুকু। বিশ্বাস করো, এই চাওয়াতে বিন্দুমাত্র ভুল ছিলো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়