রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

ইয়াসিন সাকিবের কবিতা
অনলাইন ডেস্ক

হেরে গেছো, কিন্তু মরে তো যাওনি

নিঃশ্বাস তোমার এখনো আছে

আত্মবিশ্বাস রাখো শক্ত করে ধরে

জয় তোমারই হবে।

বুক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে

উঠে দাঁড়াও আবার শক্ত করে

লোকে কি বলছে, বড্ড হাসি হাসছে

হাসতে দাও তাদেরকে-

শেষ হাসিটা তুমিই হাসবে।

তোমার হৃৎস্পন্দন যতোক্ষণ চলছে

শুধু মনে রেখো তুমি পারবে।

আত্মবিশ্বাস রাখো শক্ত করে ধরে

জেগে উঠো আবার বীরের মতো করে।

তোমায় চেষ্টা করতে দেখলে-

লোকে তোমার থামানোর চেষ্টা করবে

তুমি হেরে গেলে

লোকে তোমায় নিয়ে

হাসাহাসি করতে ব্যস্ত থাকবে।

তাতে তোমার কি আসবে-যাবে?

তুমি এগিয়ে যাও তোমার লক্ষ্যপথে-

তুমি জিতে গেলে

এ জাতি তোমায় নিয়ে গর্ব করবে।

শেষ হাসিটা তুমিই হাসবে।

তোমার লক্ষ্যপথে-

যেতে হবে অনেক দূরে

হৃৎস্পন্দন যতোক্ষণ চলে

আত্মবিশ্বাস রাখো বুকে

শেষ হাসিটা তুমিই হাসবে।

দিন শেষে ভাবি

দিন শেষে চোখ বন্ধ করে ভাবি বসে

জীবন নামের বরফ থেকে

এক ফোঁটা পানি ঝরে গেছে!

বাঁশ বাগানের কোন্ বাঁশটা জানি

প্রতিদিনের মতো করে

একেকটা গিঁট করে বড় হয়ে যাচ্ছে!

মাটি ফাঁকা করে কোন্ বাঁশটা জানি

চেষ্টা করছে উঠতে,

গোরস্তানের কোন্ জায়গাটা জানি

ফাঁকা হয়ে ব্যস্ত আছে আমায় ডেকে ডেকে,

কখন জানি প্রভু ডাক দিয়ে ফেলেন!

এ ব্যস্ত পৃথিবী কখন জানি

আমায় রেখে দিবে অন্ধকার ঘরে!

দিন শেষে ভাবি

দিনের সবই যেনো স্বপ্ন হয়ে গেছে!

কি পেয়েছি, কি হারিয়েছি, কত দিন তা থাকবে?

মৃত্যুর দিকে একখানি সিঁড়ি দিয়েছি পার করে,

জীবনের বরফ থেকে

এক ফোঁটা পানি গেছে ঝরে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়