প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
আমার যখন কষ্ট ভীষণ
তোমার তখন খুশির মেলা,
আমি যখন চাই ভালোবাসা
তুমি দাও তখন অবহেলা।
আমার হৃদয়ে আস্তো শহর
তোমার বুকে আমি নেই,
অভিমানগুলো কাঁদতে গিয়ে
খুঁজে বেড়ায় তোমাকেই।
আমার ক্যালেন্ডারে বর্ষা যখন
তোমার তখন বসন্তের সুখ,
একলা বাসরে রাত জেগে থাকি
লোকে বলে আমায় পেয়েছে অসুখ।
আমার যখন শান্ত নদী
তোমার তখন সূর্যের ঝলমল,
এখন সবই ক্লান্ত চোখ
মৃত্যুর মতোই তীব্র কমল।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল