প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
যাচ্ছি আমি পথের ধারে,
দেখছি হঠাৎ তাদের,
তাইতো আমি থেমে গেলাম।
দেখবো এবার শ্যামলনগর।
কি সুন্দর ফসল ভাই,
সোনালি মাঠ ভরা।
ছায়াভরা অরণ্যে,
সূর্যের আলোতে, রোদ নিলো মেখে।
সোনালি মাঠ ঘিরে।
রংধনু সাতরঙে আকাশভরা রোদ।
ফসলের মাঠে তাই কৃষকের হাসি।
বৈশাখের কালো মেঘ,
বুকভরা ভয়,
মহাজনের পাওনা নাহি নিঃশেষ হয়।
মাঠের ফসল ঘরে যায়
কৃষকের জীবন বাঁচায়।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল