প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মাটির এই কায়ায়
চাঁদ ছুঁয়ে দিলো মায়া
দিঘির জলে পদ্ম দোলে
চন্দ্রও দোলে দিঘির জলে।
মেঘ আর মেঘের সাবক
কুয়াশার চাদর আর আঁধার
কেউ তো রুখতে পারিনি
ভুবনে আসতে চন্দ্র আলো।
নদ-নদীতে সব আলো
এ কেমন জ্যোৎস্না ছাড়লো
তবে কী আজ নীল পূর্ণিমা!
তাই কী লেগেছে আলোর মেলা।
চন্দ্রজলে স্নান করছে ধরণী
প্রেমেতে ডুবে নর ও নারী
বেহুলা বাতাস শুভ বার্তা নিয়ে
মৃদু হয়ে বইছে ধরণীর বুকে।
সাঙ্গু নদীর তীরে কাশবন
তাতে খেলা করছে জোনাকের দল
কাননে লেগেছে চন্দ্র ছোঁয়া
স্রষ্টার সৃষ্টি অপরূপ মহিমা।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল