প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
খোলা চোখে যায় না দেখা
কান পেতে যায় না শোনা কণ্ঠ
দু চোখের মিলনে ভেসে উঠে ভাবনারা
ইচ্ছে করেই চোখ বুঁজে রাখি
দেখি; নীল-সাদা আকাশে ভেসে বেড়ায় একদল পরী
পাখিরা উড়ে আসে নাতিশীতোষ্ণ নীলিমায়
বদলে গেছে নদীর ঢেউ, বাতাসের শোঁ শোঁ আওয়াজ,
শিল্পীর সুর-বাজনা, পাহাড়ি মাটির বন্ধন।
মানুষ আজ শকুনের ঠোঁটে
স্বর্গের পাইকার আর টাকার কুমিরগুলো
বাড়ির পাশে ডোবাজলে।
আর পারছি না চোখ বন্ধ রাখতে
খোলা চোখেই নিদ্রা যাপন
বিবেকের চোখে অন্তরালের দহন।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল