শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মানিক দাসের কবিতা
অনলাইন ডেস্ক

জীবনের সব বাধা ভেঙ্গে আমি

একদিন চলে যাবো

যেখানে পাবো তোমাকে

সেই ঠিকানায়।

তবে যে?

কোথায় তুমি করো বসবাস

জানা নেই যে

কিভাবে যাবো, পাবো কোথায় তোমায়।

না না আমাকে যেতে হবে

পাহাড়-পর্বত হিমালয় সমুদ্র পাড়ি দেবো

খুঁজে খুঁজে ক্লান্ত হবো

জীবনের সব বাধা ভেঙ্গে চলে যাবো তোমার কাছে

.

শুনছো কিছু

এই কিশোরী

তুমি শুনছো আমার কথা

নাকি শুনেও না শোনার ভনিতা করছো

আবার সাদা দাঁত দেখিয়ে হাসছ।

আসলে তুমি কী?

আমার সাথে দুষ্টুমি করছো

এই এই

তোমার চোখ বেয়ে

আষাঢ়ের বৃষ্টি ঝরছে কেনো?

বুঝেছি

আমার কথায় তুমি কষ্ট পেয়েছো।

ঠিক আছে

আমি আর তোমাকে কিছুই বলবো না

আমাকে ক্ষমা করে দিও

দুঃখ যদি দিয়ে থাকি

তার কিছুটা আমাকে দিও

তবু তুমি

আমার কথায় কষ্ট পেয়ো না।

.

ফিরে তাকাবো না

না ওই দিকে

আমি আর

তাকাবো না

সব হারানো স্মৃতি মনে পড়ে যায়।

ভুলে যেতে চাই

হারানো দিনের কথা

মনে পড়লে চোখে বৃষ্টি নামে

সেই বৃষ্টির জল ঝরাবো না।

যে চলে যায়

তাকে ডাকবো না

যেনো ফিরে আর না তাকায়

তাকালে যে মায়া লেগে যায়।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়