প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আমার শেষ চিঠিতে থাকবে
কিছুটা বিদায়কালীন আনন্দ আর
কিছুটা গন্ধরাজের হাসি।
যেটা পাওয়া মাত্রই প্রতিটা মানুষ বলে উঠবে
আমরা তো সবার পাশেই থাকি।
রাগ নয়, অভিমান নয়, নয় কোনো অনুরাগে,
আমি চলে যাবো চিরতরে,
সকলের ভুল সংশোধন করে।
আমি দেখবো প্রিয় মানুষটির পাশে তার প্রিয়
অপরিচিতাদের ভিড়,
আমি না থাকার সুযোগে
অপরিচিতাদের মাঝে খুঁজে বেড়াবে
সে তার প্রিয় নীড়।
কি বিশাল আনন্দপ্রিয় প্রিয়ের হৃদয়ে,
আমি নামক কাঁটা উপরিয়ে ফেলেছে জীবন থেকে।
মৃদু মৃদু হাসিতে সে রাখবে সাদা গোলাপ আমার কফিনে,
সাদা গোলাপও বিদ্রুপ জানায় আমার ভালোবাসাকে।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা