প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ইচ্ছেগুলো হারিয়ে যায়
আবার কখনো অনিচ্ছার পাথরে চাপা পড়ে।
ইচ্ছের ডানাগুলো বড্ড ক্লান্ত হয়ে গেছে
দু মুঠো দুবেলা জোগাড়ে।
ওদের চোখে আমরা শুধুই কুলি-মজুর
মানুষ ভাবে না কখনো।
ওদের পাহাড়সম ইচ্ছেগুলোর পূর্ণতায়
আমাদের ইচ্ছেগুলো তাই বোঝা
ইচ্ছেগুলো বন্দি আজ
কর্পোরেট দুনিয়ার মুনাফাখোরদের কাছে
নদী থেকে পাহাড়, বন থেকে ভূমি।
কোথাও আমাদের ইচ্ছের প্রকাশ নাই
ইচ্ছেগুলো আজ তাই আত্মহননকে আপন করে
কি এমন ক্ষতি আমাদের ইচ্ছেগুলোর মুক্তিতে?
আমাদের ইচ্ছেগুলো তো অতি সামান্য
ভাত কাপড় আর শিক্ষা
সাথে তার রুটিরুজি মাথাগোঁজা আর চিকিৎসা
যদি নাই দিবে বল
তবে আমরাই গড়ে নিবো আমাদের ইচ্ছে পূরণের নতুন দুনিয়া
যেখানে কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকবে না
প্রজাপতির মতো রঙিন ডানা মেলবে আমাদের ইচ্ছেগুলো।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা