প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সুখ অসুখ
আকিব শিকদার

আকাশচুম্বী এক প্রশ্নবোধক এঁকে দিয়ে তুমি
শুধালে আমায়- ‘ভালো আছো?’
আপাতালাকাশ আশ্চর্যবোধক নিয়েই
বললাম- ‘মুখ দেখে তুমি কী বুঝেছ!’
দুঃখকে তুলে দিয়ে সুখের হাতে হাসলে তুমি-
‘মুখ কি মনের আয়না?’
ফুঁ দিয়ে উড়িয়ে দিলাম কপালের চুল আমি-
‘চোখে চোখ রেখে বলো কিছু কি বুঝলে না?’
এবার তোমার হাসি থেমে হলো ¤্রয়িমাণ-
‘কেন এত কষ্ট পুষে রাখো কপালের ভাঁজে আর বুকে?’
মাথা নিচু হয়ে এলো আমার অজ্ঞাত বেদনায়-
‘তোমার হাতের পোড়া দাগ দিচ্ছে বলে তুমি নেই সুখে।’