প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাঙালি

বাংলাদেশ
একটি স্বাধীন রাষ্ট্রের নাম
আমি তার নাগরিক
রক্তের অক্ষরে লিখে গেছে যারা
একটি ভূখণ্ডের নাম
আমি তাদের উত্তরসূরি।
বাঙালি, আমার জাতিসত্তার নাম।
তুমি কে?
আমিতো লাঙ্গলের ফলা ধরে
রোজ কাদা-মাটি-জলে সংগ্রামরত
কৃষকের সন্তান
আমি বাঙালি
বাঙালি, আমার জাতিসত্তার নাম।
তুমি কে?
আমিতো মেঠোপল্লীর তাঁতখানায়
ঠক্ ঠক্ শব্দে বেড়ে ওঠা
তাঁতির সন্তান
আমি বাঙালি
বাঙালি, আমার জাতিসত্তার নাম।
কী তোমার পরিচয়?
তুমিতো আমার মা-বোনকে
হানাদারের প্রমোদণ্ডক্যাম্পে
বানিয়েছো নৃত্যের পুতুল
তুমি কী করে হও বাঙালি!
তুমিতো পিএসসির প্রশ্ন ফাঁসকারী
সার্টিফিকেট ব্যবসা ছিল
তোমার করোনাকালের সম্বল
তুমি নর্দমার কীট
তুমি কী করে হও বাঙালি!
যে যুবক মুক্তির জন্যে
বুক চিতিয়ে দাঁড়ায় রাজপথে
তুমি তাঁর বুকে চালাও গুলি
তুমি কী করে হও বাঙালি!
অর্ধশতাব্দীকাল পিছু ফিরে দেখি
ঘন অন্ধকারে আলোর ডগায়
অস্পষ্ট এক কালো অবয়ব
বিবর্ণ ধূসর লুপ্তপ্রায় পলেস্তারা
পা ফেলতে কেঁপে ওঠে বিবেক।
কেঁপে ওঠে মন-প্রাণ
কেননা, আমি বাঙালি
বাঙালি, আমার জাতিসত্তার নাম।