সোমবার, ১১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

এ কেমন নিষ্ঠুরতা

মানিক দাস
এ কেমন নিষ্ঠুরতা

রাতের নিস্তব্ধতায় ঢাকা বিশ্ববিদ্যালয়

তোফাজ্জল হাঁটে আপন মনে

এ রাত যে জীবনের শেষ রাত

কে জানতো ঘোর অন্ধকারে নামবে।

বরগুনা পাথরঘাটার

মেধাবী এক শিক্ষর্থী, নয়তো সে চোর

তোফাজ্জল হোসেন অনার্স পড়তে গিয়ে

চেয়ারম্যানের মেয়ের প্রেমে পড়ে।

তার কপালে প্রেম-ভালোবাসা সয়না

প্রিয়তমার বিয়ে হয় অন্যত্র

প্রেম-ভালোবাসায় সে হয় পরাজিত

প্রিয়ার জন্যে মানসিক ভারসাম্যহীন।

মাসের আগা-মাথায়

জগৎ-জননী ও জগৎ পিতা

ওপারের ডাকে যায় চলে

তোফাজ্জল হয় একা পাগল প্রায়।

অভিভাভক বড় ভাই

পুলিশের অফিসার

চিকিৎসা করিয়ে ভাইকে

মানসিকতার হাত থেকে রক্ষা করতে পারেনি।

বরগুনা ডিগ্রি কলেজে

অনার্সে ভর্ভি হয়- আশা তার অনেক বড়

পাগল হয়ে ঘুরে বাজার আর স্কুলে

আহারের বা প্রিয়ার সন্ধানে।

কে কার খোঁজ নেয়, হয়তো

কোনো এক লঞ্চে ঢাকা এসেছিলো

তোফাজ্জল মানসিক বিকারে

চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে।

চোরের অপবাদে তার উপর নির্যাতন

তোফাজ্জলতো চোর ছিল না

ভাত-তরকারি খাইয়ে

তাকে নির্মম নির্যাতনে করা হয় হত্যা।

বর্তমানে এ কেমন আমাদের

সমাজব্যবস্থা কারণে অকারণে হত্যা

তোফাজ্জলের খুনিদের

দেশবাসী দেখতে চায় ফাঁসির মঞ্চে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়