প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
একটি চিঠি
হানজালা দিপু
মনে হয় আকাশের এক ফালি চাঁদের কিরণ মাখা,
পৃথিবীর সর্ব রুপ তাহার,
কী মায়া, কী আদর, কী ভালোবাসা আহা,
একটি কাগজ যেনো হরিণী চোখ,
সে চোখে কলমের কালো কালি যেনো কাজলের মতো।
কখনো হলুদ, কখনো নীল, কখনোবা ধূসর প্রজাপতির মতো,
আমি বারবার বহুবার দেখি তারে,
মনে মনে পড়ে অগোচরে হেঁসে উঠি,
এই বুঝি আসলো আমার নামে একটি চিঠি!