প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মুখোশ
ইয়াছিন দেওয়ান
১.
আমি একটা পতাকা ডিজার্ভ করি।
সেই সাধনায় অহংকারী হয়ে উঠি।
২.
আমি যোজন যোজন দূর্লভ পথ বেয়ে
উপড়ে উঠে দেখি,
ভুল পাহাড়ে উঠে পড়েছি।
৩.
আত্মপ্রশংসা শুনতে শুনতে
পায়ের নিচে মাটি ক্ষয়ে গেছে,
সেটা আয়না থেকেও,
আমি দেখতে পাচ্ছি না।
৪.
সন্তানের ভালো চাই বলে,
নিজের অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে,
স্বৈরাচার হয়ে গেছি।
৫.
আমি যে পথটা জীবন অতিবাহিত করেছি।
মৃত্যুর ক্ষণে উপলব্দি করলাম,
আজন্ম একটি ভুল রাস্তায় অপেক্ষায় করেছি।