প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চুম্বন কিম্বা বংশ বিষয়ক
আশরাফ চঞ্চল

একটা চুম্বন আর
একটু আবেগঘন মুহূর্তের জন্য
জন্ম হয়েছিল আমার
একফোঁটা কিম্বা
একবিন্দু অপবিত্র শাদা তরল থেকে-
ক্রমশ রক্তবিন্দু
হাড়
চামড়া
শারীরিক গঠন!
আমি ছিলাম চুম্বনে
আবেগে
তরলে
রক্তে
বাবার উত্থিত শিশ্নে
মায়ের জরায়ু গহ্বরে
পেটে!
আম্মা চলে গেছেন
একদিন আব্বাও যাবেন
আমিও থাকবোনা
চুম্বন বিনিময় হবে কেয়ামত পর্যন্ত
এভাবেই পরস্পর
পরস্পরে
বংশ টিকে থাকবে!