প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শুভ্র শরৎ
কনক কুমার প্রামানিক
বর্ষা শেষে শরৎ আসে, সাদা মেঘের বেলায়,
নদীর তীরে কাশেরফুল, ছন্দে মাথা দোলায়।
আকাশে মেঘে তুলার মতো
বাতাসেতে উড়ে যায়,
দুর্বাদলে শিশির কণা
মুক্তো বিন্দু পায়।
গাছেতে পাকে মধুর তাল
সবুজ আমন মাঠ,
ঋতুর রাণী শরৎ যেন
শিল্পীর আঁকা পাঠ।