বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

জীবন কানাই সরকার

আলো আশা

অনলাইন ডেস্ক
জীবন কানাই সরকার

হতাশার চাদরে যখন, বিকাল হয়

আমি নিমজ্জিত থাকি।

সন্ধ্যা নামে-

সবাই ঘরে ফেরায় ব্যস্ত

অন্ধকারে ডুবে যায় আমার চারিদিক।

দু হাত দিয়ে খুঁজে ফিরি

আমার হারানো সব জিনিস,

কূল খুঁজি কিনারা খুঁজি

কুটো পেলেও আকড়ে ধরি

অন্ধকারে কেউ থাকে না

সবাই ছেড়ে চলে যায়।

আমি নিরবে নিভৃতে অপেক্ষা করি

ভাবি,

হয়তো অন্ধকারে হারিয়ে যাবো?

কিন্তু, কী আশ্চর্য! হারাই না।

একসময় হয় আমি ঘুম থেকে উঠি,

আলোরা চারপাশে খেলা করে,

আবার আশার আলো জেগে উঠে,

আশা উঠে দাঁড়ায়, আমিও উঠে দাঁড়াই।

আশারা হোঁচট খায়

আবার অন্ধকারে ডুবে যাই।

প্রতিটা সকালেই উঠে দাঁড়াই,

আমি দাঁড়াই বললে ভুল হবে

আশারা আমাকে দাঁড় করায়।

আমি মরি নাই বুঝতে পারি

যখন দেখি আশারা জাগে

আশারা জেগে আছে বলেই আমি বেঁচে আছি।

আবার স্বপ্ন দেখি,

পাহাড়ে উঠব আকাশ দেখবো।

সমালোচক মুচকি হাসে

আমি দেখেও না দেখার ভান করি

তার চোখে মুখে অবিশ্বাসের ছাপ

আমি মুছে দিতে চাই

আলো আশার সুরভি দিয়ে।

আলো আসে আশা জাগে

আমি আড়মোড়া ভেঙে বসি

সুদূরে তাকাই,

সঙ্গী পাই বা নাই

তবুও লক্ষ্যপানে তাকাই

আমি যাব,

আমি যাব বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়