প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
আয়েশা সিদ্দিকা
বিষাদের সুর

আমি তো সেই খোলা বই হতে চেয়েছিলাম
যার প্রতিটি অক্ষর তুমি জানবে।
তোমার গল্পের পুরোটাজুড়ে থাকার অভিলাষ আমার কখনোই ছিল না
আমি হতে চেয়েছিলাম শুধু তোমার গল্পের শেষ লাইনটা।
আর তোমার গন্তব্যের শেষ ট্রেনটা,
তোমার অনিচ্ছা সত্ত্বেও ফেরার তাগিদে
যেটায় তোমাকে চড়তেই হতো।
কিন্তু দুর্ভাগ্য, তোমার তো কোনো গন্তব্যই নেই
বিভ্রান্তির বেড়াজালে পথ হারানো পথিক তুমি
অথবা আমার ভ্রান্তি
হয়ত তুমি এক দিশেহারা আগন্তুক।
পাখির মতো স্বাধীন তুমি,
ডানা মেলে বিচরণ করবে যেখানে খুশি।
আমি তো শুধু তোমার নীড় হতেই চেয়েছিলাম,
বেলাশেষে একরাশ ক্লান্তি নিয়ে স্বস্তির খোঁজে
প্রতিদিন তুমি ফিরবে যেখানে।
তোমার বিধ্বস্ত মলিন চেহারায় হাসির কারণ হতে চেয়েছিলাম আমি।
শেষ বেলার গোধূলির মতো
তোমার শেষ ভালোবাসা হতে চেয়েছিলাম আমি।
কিন্তু আমার ভাবনায় অতিরঞ্জিত তুমি
হয়ে গেলে আমার বিষাদের সুর।
আর আমি তো তোমায় ছুঁতেই পারিনি
তোমার ভালোবাসা পাওয়া তো দূর।