প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
দেখা হয়ে যেতে পারে লাশেরও মিছিলে
হাসান মাহাদি

দেখা হয়ে যেতে পারে
আবারও নতুন কোনো মিছিলে
একে অন্যের ঢাল হয়ে
পাশাপাশি লড়ব দুজনে
একে অন্যের সাহস হব
চোখের দিকে তাকিয়েই বুঝে যাব রণকৌশল
দেখা হয়ে যেতে পারে
সেই পুরনো কারাগারেই
আবারও যদি ডাক আসে
দুজনেই নেমে যাব
ইট-পাটকেল কিংবা ভাঙা লাঠি নিয়ে
তোমার হাতের কুড়িয়ে পাওয়া
টিনের শিল্ড নিয়ে দাঁড়িয়ে যাব
একে ৪৭ কিংবা এম ১৬ এর বুলেটের সামনে
হে সহযোদ্ধা, হে বন্ধু
হয়তো দেখা হয়ে যেতে পারে লাশেরও মিছিলে।