প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
নিদারুণ মায়া

তুমি মিশে আছো সদা হৃদয় রাজ্যজুড়ে,
যেমনটা দেখো আকাশের নীলে নীলে মেঘেরা উড়ে।
তুমি মিশে আছো সবুজ বৃক্ষের পাতায় ফুলে ফলে,
তুমি মিশে আছো বৃক্ষরাজির দেওয়া অক্সিজেন আর ছায়ায়,
তুমি মিশে আছো কী নিদারুণ মায়ায়!
কী অপূর্ব সুন্দর তাই না?
তোমার সাথে আকাশের মতো দূরত্ব হলেও,
তুমি মিশে আছো আমার আপন কায়ায়।
তীব্র দাবদাহে ক্লান্ত পথিক যেমন কোমল ছায়া খোঁজে,
যেতে হবে বহুদূর মন নাহি বুঝে,
আপন অস্তিত্বের প্রশান্তি আগে,
পরে না হয় গন্তব্য ধরা যাবে।
তেমনটা দীর্ঘকালের পথচলায় এবার একটু বিশ্রাম নিতে চাই,
তোমার কোমল পরশে অবিরাম মায়ায়।
প্রশান্তচিত্তে দেখবো তোমায় নিয়ে হিমালয় আল্পস সিন্ধু,
হাতে হাত রেখে ঘুরবো পদ্মা মেঘনা যমুনার কোল ঘেঁষে,
যেমন করে আদিকাল থেকে ওরা স্বদেশের সাথে মিশে আছে।