প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
প্রিয় চাঁদপুর

ভালোবাসি তোমায় স্বপ্নভূমি- আমার প্রিয় চাঁদপুর
তোমার সুনাম আছে জগৎজুড়ে, জানি এই তল্লাটে
তুমি ছিলে পূর্ব রাজ্যের প্রবেশদ্বার। তুমি আছো ভরপুর
রূপে-ঐশ্বর্যে, রূপসি এই বাংলার ফসলের মাঠে।
নিসর্গ তোমার সবুজ গ্রাম আর নদীতটে নীল আকাশ
কূলে-কূলে দেখি পালতোলা নাও মাঝি চলে সুদূর মোকাম
পাখপাখালির গানে প্রাণ জুড়ায় কিষান ফলায় মাটির ইনাম
নারিকেল পাতায় জাদুমাখা সুর তোলে মেঘনার বাউল বাতাস
কতো জনপদ! বহুদিকে বহুদূর জনপথ গেছে মিশে, নিস্তব্ধ রাত্রি
স্টিমার-রেলগাড়ি ছুটে গন্তব্যে। ডাকাতিয়া-ধনাগোদা-মেঘনার
মিঠা জলে সিক্ত তোমার সমৃদ্ধি, তবু অতীত ভাঙনের দুঃসহ স্মৃতি
যৌবনের পিঠে চাপিয়ে সুখের প্রাচীন শহরে জীবন করছি পার।
ধন্য তোমার মাটি কীর্তিমান আর স্বাধীনতার অমলিন গৌরবে,
বিশ্বময় নাম তোমার ছড়িয়ে দিলাম রূপালি ইলিশের সৌরভে।