প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০
আয়না ঘর
মোখলেছুর রহমান ভূঁইয়া

আয়নায় দেখি মুখ, দেখি সৌন্দর্য
আয়না নিত্য অনুষঙ্গ চোখ
আয়নায় আজ দেখি না মাটির ময়না
দেখি না পেছনের কারুকাজ অপরূপ দৃশ্য
দেখি হাড় খোড় কঙ্কাল
লাল সবুজের আয়নায় একি- ‘ফ্রেম’!
ফ্রেমের বাঁধাইওয়ালা মানুষ হতে পারে না
এমন কারিগর চায়নি স্বদেশ, চায়নি স্বদেশ
চুর্ণবিচুর্ণ আয়নায় মুখ দেখা অলক্ষণ
তরুণদের তাজা রক্তে ফুটলো লাল ফুল
ফুলের সমারহে ওই নতুনের কেতন উড়ে
আয়নায় দেখি এবার স্বচ্ছ স্বাধীন বাংলার রূপ।