প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
আমি মিছিলের পূর্ণতা
হাসান মাহাদি

বিপ্লবী হব বলে বিপ্লব করিনি
বিদ্রোহী হব বলে বিদ্রোহ করিনি
বিপ্লব-বিদ্রোহ
এগুলো আমার জন্য ভারি শব্দ
আমিতো শুধু এসেছি
আমার ঘাড় থেকে গোলামীর শেকলটাকে ঝেরে ফেলতে
মৃত্যু যেখানে অনিবার্য
আমি দাসত্বের মরণ থেকে নিজেকে মুক্ত করতে এসেছি
আমার পরবর্তী প্রজন্ম যেন আমাকে কাপুরুষের তকমা না দেয়
সেই গ্লানি থেকে নিজেকে বাঁচাতে এসেছি
ইতিহাসে আমার নাম মহিমান্বিত হয়ে থাকবে
সেই স্মরণীয় হওয়ার লোভে আমি আসিনি
এই অরাজকতা, অস্থিরতা, অমানবিকতা, রক্তের নদী
আর স্বজনের আর্তনাদ দেখে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে
আমি এসেছি আত্মযন্ত্রণা থেকে নিজেকে রেহাই দিতে
হয়তো গুম হয়ে কোনো অন্ধকার প্রকোষ্ঠে পরে থাকব
হয়তো বেওয়ারিশ লাশ হয়ে দাফন হয়ে যাব
কিন্তু জুলুমের প্রতিবাদে কিংবা অধিকার আদায়ের সংগ্রামে
আমি পিঠ দেখিয়ে পলায়ণ করিনি
আমি অর্থলোভে কিংবা মৃত্যু ভয়ে কাপুরুষের মতো চুপ করে থাকিনি
আমি চাটুকার কিংবা ভণ্ডদের দলভুক্ত ছিলাম না
আমি সাহসী ছিলাম
শুধু এতটুকু অনুভুতিই আমার জন্য যথেষ্ঠ
আমার মৃত্যু-যন্ত্রণা, ক্ষত অথবা সব হারানোর বেদনা ভুলে যেতে
শুধু এতটুকু অনুভুতিই আমার জন্য যথেষ্ঠ
আমি কে?
আমি আপামর জনতা
আমি বাঁধভাঙ্গা ঢেউ
আমি শেকল ছিঁড়ে বেরিয়ে আসা মিছিলের পূর্ণতা।