প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০
বৃষ্টি বন্দনা

বৃষ্টি আজ তুমি কার আঁচল ভেজালে
কে নেয়েছে আজ তোমার মায়াজালে
আজ ধুয়েছো কার চোখের মায়াকাজল
আজ কার মুছেছো অতৃপ্ত মনের চোখের জল
কার বুকের জুড়ালে আজ জ্বালা
কার হাতে পড়েছো আজ গলাতে মালা
আজ কাকে এমন ভালোবাসায় বাসালে
আজ কাকে এভাবে প্রাণখোলা হাসিতে হাসালে
আজ কাকে দেখে বাজালে এমন বেণু
আজ কে দিয়েছে তোমায় ফুলরেণু
আজ কাকে দেখে তোমার মন ময়ূরী ডেকেছে কেকা
আজ কাকে তুমি নির্জনে পেয়েছো একা
আজ কে তোমার হৃদয়ে দিয়েছে দোলা
আজ তুমি দেখেছো কার পিঠেতে চুল খোলা
আজ কোন মহুয়ার বনে করলে এমন উদ্দাম নৃত্য
আজ কে দিলো গো সঙ্গ তোমায়, কে ছিলো সতীর্থ
কার নূপুরের নিক্কণে আজ ভাঙলো তোমার ঘুম
কে দিয়েছে আলতো করে তোমার গালে চুম
আজ কার হাসি নিয়েছে তোমার মন কেড়ে
আজ কাকে দেখে নেমে এলে ঘর ছেড়ে
আজ কাকে দেখে উথালো তোমার হিয়া
ও বুঝেছি, বুঝেছি,
বুেেঝছি বৃষ্টি!
সে ছিলো মোর প্রিয়া।