প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০
বর্ষা বাদল
বিজন বেপারী

আষাঢ় মাসে আকাশ ফেটে
ঝমঝমিয়ে বৃষ্টি
খানিক পরে রংধনু ওই
কী অপূর্ব সৃষ্টি!
কদম কেয়া হাসনাহেনা
সুবাস ছড়ায় গাঁয়ে
ডাহুকছানা ফুরুৎফারুত
মায়ের ডানে বায়ে।
ইলশেগুঁড়ি বর্ষা বাদল
কচুপাতার ছাতা
যাচ্ছে খোকা ইশকুলেতে
না ভেজে বই খাতা।
আষাঢ় শেষে শ্রাবণ ধারা
মাঠ নদী খাল ভরে
এমন দিনে ঘুরতে যেতে
মনটা কেমন করে।