প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০
বর্ষায় ফুলের মেলা
কনক কুমার প্রামানিক

কদম ফুলের মেলা বসেছে
প্রকৃতির মাঝে,
ধরণীর বুকে রঙিন ফুল
নানা রঙে সাজে।
কদম ফুলের মিষ্টি ঘ্রাণে
মাতোয়ারা মন,
বৃষ্টিস্নাত কেয়া ফুলের
সুবাসিত ক্ষণ।
ভিড় জমায় কদমতলায়
প্রজাপতি দল,
শাপলায় ভরা বিলের জল
করে টলমল।
বেগুনি রঙের কচুরি ফুলে
সাজে জলাশয়,
কলমিলতার রঙিন ফুল
মন করে জয়।