প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
ফুলের কলি
অনলাইন ডেস্ক

এম. আবু বকর সিদ্দিক
আজকে আমি ফুলের কলি
কালকে হব ফুল,
মধুর সুবাস ছড়িয়ে দিতে
করব নাকো ভুল।
ভোর বিহানে মধুর সুরে
ডাকে ভোরের পাখি,
মিনারের ওই আযান শুনে
জাগে আমার আঁখি।
সময় মত পড়ব নামাজ
বলব সত্য কথা,
কারো সাথে ঝগড়া বিবাদ
করব না অযথা।
বিদ্যালয়ে আমি হব
স্যারের প্রিয় ছাত্র,
পাড়াপড়শির নিকট হব
ভালোবাসার পাত্র।
সবার সাথে হাসিমুখে
কথা বলব আমি,
গুণী মানুষ হবে যাঁরা
তাঁদের জীবন দামি।