প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
কদমগুচ্ছ

আনিস ফারদীন
কদম ফুল ভীষণ প্রিয় তোমার
আমারও প্রিয় কদমগুচ্ছ
তারচেয়ে বেশি প্রিয় তুমি
কদমফুল পেলে তুমি ভীষণ খুশি হও
আর আমি খুশি শুধু তুমিতে।
মায়াবী বর্ষায় তুমি কদম হাতে দাঁড়িয়ে
কী ভীষণ সুন্দর, অনিন্দ্য এক প্রতিচ্ছবি
কদমফুল হাতে ব্যাকুল, দিশেহারা তুমি
কদমের স্পর্শে দেহে শীতলতার পরশ
তোমার ভাবুক মনে এক রাশ প্রশান্তি।
আর আমার প্রশান্তি শুধু তুমিতে
কদমের চেয়েও তুমি আরও বেশি স্নিগ্ধ
লাবণ্যময়ী কদমগুচ্ছ যেন তুমি নিজেই
বর্ষার সমস্ত কদমগুচ্ছ হার মানে তোমাতে
তুমিই তো আমার সারা বছরের কদম ফুল।