প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
আশরাফ চঞ্চলের কবিতা

ভাষা
মাকে মা ডাকতে চেয়েছিলাম বাপকে আব্বা
বাংলা বর্ণমালায় বাংলাদেশ লিখতে চাইলে
ওরা বলল, উর্দু ভাষায় লিখতে হবে
পাকিস্তান!
তারপর অনেক রক্ত গড়াল-
ভাষার জন্যে বিশ্বের বুকে আমরাই কেবল শহিদ হলাম।
***
মেঘের আঁচল উড়াও
নীল আকাশ ছেয়ে গেছে মেঘে
বিদ্যুতের তড়িৎ গতিয় আলোর ওড়াউড়ি
আচমকা শব্দের বাজনা বাজে ছন্দে ছন্দে
দিগন্তের উপত্যকায় ঝরে বৃষ্টি
অঝোরধারায় অবিরাম
তুমি আমি জলের কামিজ পরে এসো হাঁটি
জল ছাওয়া নরসুন্দা তীরে রূপম কাদায়
লকলকে ঘাসের ডগায় মুক্তার ছড়াছড়ি
বকুল বেলি কদমের ঘন পাপড়ি
যেন মুচকি হাসে বারবার
নদী আর ঢেউয়ে নৌকার গলুই ওড়ে
প্রজাতির ডানার মতো অবিকল
জলের মেয়ে! তুমি কী লজ্জাবতী
ভিজাও জমিন উড়াও আঁচল
আমাকেও উড়াও তোমার মতো!