মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

শুধু তুমি নেই পাশে

শহিদুল ইসলাম খোকন
শুধু তুমি নেই পাশে

বৈশাখী মেলায় প্রথম দেখা

সেই থেকেই ভালো লাগা ভালোবাসার,

এখনও বৈশাখ আসে

শুধু তুমি নেই পাশে।

হলদে রঙ্গের শাড়ি পরে এসেছো একেলা

এখনও দেখি খুঁজে,

হলদে রঙের শাড়ি আছে

শুধু তুমি নেই পাশে।

চোখেতে ইশারা মুখেতে হাসি

এসব এখন কেবলই স্মৃতি

স্মৃতিগুলো আজও ভাসে

শুধু তুমি নেই। পাশে।

বাঁকা চোখে চাহনি, হাজারাও বাহানা

এসব কেবলই অতীত

স্বপ্নগুলো চোখে ভাসে

শুধ তুমি নেই পাশে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়