প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০
প্রিয় কাবা

হৃদয় আমার ব্যাকুল হয়ে আছে
প্রিয় কাবা ছুঁতে,
যখনি দেখি কাবার ছবি
মনে আসে অনেক প্রশান্তি।
যেতে যদি পারতাম আমি
আর থাকতো না কোনো ক্লান্তি।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’
ধ্বনিতে মুখরিত চারপাশ,
পাবো কী আমি রওজা মোবারকের
জান্নাতি বাতাসের সুবাস!
কত গুনাহ করেছি,
করেছি কত পাপ!
অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ করি
হে আমার প্রভু!
কর তুমি আমায় মাফ।
প্রিয় নবীর রওজা যিয়ারত করতে
হৃদয় হয়ে আছে মোর আকুল!
হে আমার রব!
তোমার প্রিয় বান্দাদের সাথে,
কাবার দেশে কোনো একদিন
এই অধমকেও করিও শামিল।