প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০
বাবা নামের বটগাছ
মিলন সরকার

বাবা নামের বটগাছটা
আছে মাথার উপর
ছায়া দিয়ে মায়া দিয়ে
পরায়েছে টোপর।
ঝড়-বাদলে পায় না আমায়
পায় না রোদণ্ডবৃষ্টি
একটু যেন কষ্ট না হয়
রাখে সজাগ দৃষ্টি।
একটুখানি আড়াল হলেই
খুঁজে তন্য তন্য
এমন পিতা পেয়ে প্রভু
ধন্য আমি ধন্য।