প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
কন্যাদের বলে বলছি

কন্যাদের বলে বলছি-
শিশু কন্যার বিয়ে বন্ধ করি।
কন্যাদের বলে বলছি-
আমি খুশি আমারও কন্যা শিশু আছে।
আমার কন্যারা আগামীদিনের নারী,
নারী স্নেহের
নারী মায়ার
নারী ভালোবাসার
নারী সম্মানের
নারী শ্রদ্ধার
নারী আদরের
নারী নির্যাতনের জন্যে নয়!
কন্যাদের বলে বলছি-
তোমরা কেউই আমাদের বোঝা নও
তোমরা প্রতিজনই রত্ন নারী হও।
তোমরা প্রতিজনই হীরেরর টুকরো।
কন্যাদের বলে বলছি-
আমার শুভেচ্ছায়
আমার শুভকামনায়
আমার স্নেহে
আমার আদরে
আমার মায়ায়
আমার ভালোবাসায়
তোমরা সমৃদ্ধ হও
তোমরা বড়ো হও।
তোমরা সুন্দর
তোমরা শ্রেষ্ঠ
তোমরা আমাদের জীবনের
শ্রেষ্ঠ প্রিয় বড়ো সম্পদ।