প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
সুখের রাজ্য
কনক কুমার প্রামানিক

একটা ছিল সুখের রাজ্য
সুখি সব প্রজা,
কোন কষ্ট নেই সেখানে
আছে শুধু মজা।
শিশুরা সব খেলে বেড়ায়
বাঁধাহীন প্রাণে,
পাখপাখালি ছন্দ তোলে
সুর ভরা গানে।
সবুজ শ্যামল প্রকৃতিও
বড় মায়াময়,
নৌকায় বসা মাঝির গান
মন করে জয়।
মানুষগুলো বেজায় ভালো
হাসিমাখা মুখ,
সুখের রাজ্যে রাজার সাথে
ভাগ করে সুখ।