প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
নিখোঁজ
শাখেরা তাবাসসুম

আমি তো প্রতিদিন কুয়াশায়
নিখোঁজ হয়ে যাই।
রক্তাক্ত হৃদয় হাতে
বিষণ্ণ শূন্যতায় হারিয়ে যাই
নিষিদ্ধ প্রেমের শহরে, তাহলে-
কেন নিভেনা বুকে আগুনের ফুলকি।
কেন জুড়ায় না এই ফান্টঠ তো প্রাণ?
আমার আত্মা যে যায় উড়ে
দিকবিদিক অগ্নিশিখায়।
জ্বলন্ত সেই শরীর যে ছাই হয়ে যায়।
উড়ে যায় হাওয়া।
কীভাবে বাঁচাবো আমি নিজেকে!