প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
মানিক দাসের দুটি কবিতা

ত্রিশ বছর কেটে গেলো
ত্রিশ বছর কেটে গেল
নাট্যপাড়ার রঙ্গমঞ্চে
হরেকরকম অভিনয়ে
রঙ মেখে সং সেজে দর্শক বিনোদন।
ঊনিশত একানব্বইর শেষের দিকে
নাট্যপাড়ার রঙ্গমঞ্চে
রাখা হয় দু পা
ঊনিশত তিরানব্বইতে মঞ্চাভিনয়।
অনন্যার অনন্য সৃষ্টি
পনেরটি নাটকের
আড়াই শতাধিক প্রদর্শনীতে
রঙ্গ-ব্যাঙ্গ অভিনয়।
ত্রিশ বছর কেটে গেল
নাট্যপাড়ার রঙ্গমঞ্চে
আর কত অভিনয় করে
হতে হবে নাট্যাভিনেতা।
খারাপ জন্ম নেয়নি
কেন তারে করি অবহেলা
সে তো খারাপ হয়ে জন্ম নেয়নি
অভাবের তাড়না, হয়তো প্রেমিকের যন্ত্রণা
বাধ্য হয়ে আজ অষ্টাদশী রাস্তায়।
চেহারায় মায়াকান্না
রাত কাটে অজানা-অচেনা সুদর্শনের সাথে
শুধু চায় কিছু অর্থ তাই তো
নাম লিখেছে বেশ্যাপাড়ার খাতায়।
সকিনা, মর্জিনা, পাখি, আঁখি
কত সুন্দর তাদের নাম
ওদের ওতো সাধ হয় সংসার বাঁধার
কে জরাবে ওদের এক এক হৃদয়ে।
সারাদিন কেটে যায় ঘুমের ঘোরে
সন্ধ্যা হলেই শুরু হয় ওদের দিনের আলো
পার্কে বা ওভার ব্রিজে অপেক্ষার প্রহর
সুদর্শন ক্রেতা এই বুঝি এলো।
লাল-নীল হরেকরকম বাতির আলোয়
সুদর্শন টাকা হাতে গুঁজে
রিক্সা বা প্রাইভেট গাড়িতে
চলে যায় অজানার পথে, এইতো ওদের জীবন।