মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০

খোকনের ছবি

কনক কুমার প্রামানিক
খোকনের ছবি

খোকন সোনা আঁকছে বসে, প্রকৃতির ছবি,

বাড়ির পাশে জারুল গাছ, আকাশেতে রবি।

ছোট্ট নদী বাড়ির পাশে বয়ে চলে যায়,

সবুজ শ্যামল মাঠখানি লাগছে বেজায়।

গাছপালা ও পাখপাখালি

সব আঁকে খোকা,

ছবি দেখেই ভাবে সবাই

দক্ষ হাতে আঁকা।

ছবি পাগল খোকন সোনা

এঁকে দিন কাটে,

খেয়াল নেই কিছুতে তার

রবি নামে পাটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়