শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

দোলা রাণী দেওয়ানের কবিতা

অনলাইন ডেস্ক
দোলা রাণী দেওয়ানের কবিতা

বাবা

ও বাবা, বাবা

চুল যে বড় হয়েছে খেয়াল আছে সেদিকে,

লুকিয়ে মিষ্টি খাও বলে দিবো মাকে।

ও বাবা, বাবা

শার্টগুলো কেন ধুতে বলো না আমায়,

ঔষধ বাদ দিবে না কতবার বলবো তোমায়।

ও বাবা, বাবা

বাজার থেকে আসার সময় মনে করে খাতা আনবে,

আমার ভালো একটা রেজাল্ট শীঘ্রই তুমি পাবে।

ও বাবা, বাবা

জলদি আসো খাবার যে ঠাণ্ডা হয়ে যাবে,

আমাদের ক্ষতস্থানটা শুকাবে কবে।

ও বাবা, বাবা

ঘুরবো আমরা হ্যাঁ নিয়ে তোমাকে,

কবে ফিরবে ওই না ফেরার দেশ থেকে।

সাদরে আমন্ত্রণ

এককাল কেটে যায় মুখরিত আনন্দে,

অন্যকাল কাটে বিষণ্ণতার বদনে।

অশ্রুর একমাত্র সঙ্গী যে অন্ধকার,

নিঃশব্দে আর কত করবো চিৎকার।

কত মিথ্যা আশায় ভাসমান আমি,

ছায়াটি যেন পেয়ে যাক চিরতরে মুক্তি।

পুরু দেহখান অন্যের অভিযোগে আবব্ধ,

বাকি শুধু অস্তিত্বটাই আছে সীমাবদ্ধ।

ভাড়া করা দেহের ন্যায় চাদরটি যে বড়ই নিম্ন,

আমার মৃত্যুর না হোক আর কোনো জন্ম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়